Piprer dol Magazine

@piprer_dol

Bengal's first digital art magazine with a variety of things. If you want to read, visit now.
Posts
225
Followers
1,245
Following
469
ধূসর স্বপ্নপুরী কলমে: সাব্বির বিশ্বাস মাঝেমাঝে কথা হয় ছেড়ে যাওয়া প্রেমিকার সাথে! বেশ গোছানো একটা সংসার হয়েছে তার... বর তার অনেক সফল মানুষ ; বড়ো কোম্পানির ম্যানেজার। একদিন যে স্বপ্ন দু'জনে একসাথে দেখেছিলাম, ধীরে ধীরে তা ধরা দিচ্ছে তার একার চোখে। মাঝেমাঝে আমাকে দেখাতে চায় তার স্বপ্নের নীড়! যেহেতু স্বপ্নটা আমাদের দুজনের ছিল। সে এতোটা উৎফুল্ল হয়, যেন সংসারটা আমাদের দুজনের! আমি এতেই খুশি, আমার বদলে নাহয় অন্য কেউ সেখানে... তবুও,তা তো আমাদেরই স্বপ্ন ছিল! আমি জানি, কোনো এক সপ্তাহান্তে থিয়েটারে বসে সে হয়তো আমাকেই কল্পনা করবে! কল্পনা করবে; ফেরার পথে একটা গোলাপ নিয়ে এসে তার খোঁপায় পরিয়ে দেবো আমি কোনো একদিন! ওর মাইগ্রেনের সমস্যা। জানি হঠাৎ ব্যথায় বিছানায় খুঁজবে আমার কোল, মাথাটা রাখবে বলে.... এটাই বা কম কী! অন্য কেউ আগলে থাকুক তার ঘরদোর, আমি আগলে আছি আমাদের স্বপ্নকে. . . ছবি: সংগৃহিত
40 0
2 years ago
আংশিক অফিসযাত্রী © ফারহাদ হোসেন "আজকেও দেরি?" "দেরি হয়ে গেলো। কাজ ছিল" "হ্যাঁ তুমিই তো সব কাজ করছো আজকাল অফিসের। রোজ এভাবে দেরী হচ্ছে" "কি করবো বলো?" "থাক তোমার আর কিছু করার লাগবেনা। লকডাউনে সবাই যেখানে বাড়ি থেকে কাজ করছে, তোমার নাকি অফিস যাওয়া লাগবে" "আমাদের কাজ তো জানোই। সব কি আর বাড়ি থেকে করা সম্ভব?" "রাখো তোমার কাজ, খাবার রাখা আছে খেয়ে নাও।" অফিসের পোশাকটা বদলে খেতে বসলো বিমল। অনিমিকার খাবার বেড়ে দেবার গতি দেখে যে কেউ বলে দেবে খুব রেগে আছে সে। আজকাল তার স্ত্রী একটু বেশিই রেগে থাকে। অবশ্য কারণও আছে। "ডাল আর সবজি খালি? মাছ কি হলো?" "এনেছো তো দু পিস মাছ। দুবেলা কি যায়? খেয়েছে তোমার ছেলে মেয়ে। ঝোল পড়ে আছে, খেলে বলো এনে দিচ্ছি" রেগে বললো অনামিকা। "আচ্ছা তাই দাও। কাল বাজার যাবো, কি কি লাগবে বলে দিও।" "কি কি লাগবে বলার থেকে ভালো তুমি কি কি আনতে পারবে তাই এনো। নাহলে সেই তো বাজার থেকে এসে বলবে যা দাম তোমার বলা জিনিস আনতে পারলাম না।" মাছের ঝোল দিতে দিতে বলে উঠল অনামিকা। সত্যিই আজকাল বাজার গিয়ে মোটামুটি খালি ব্যাগ নিয়ে আসে বিমল। কিছুই কিনে উঠতে পারেনা যেন দাম শুনে। তাই অনামিকার সব অভিযোগ মুখ বুঁজে শুনলো সে। "দাদা বারাসাত যাবে?" একটা সবজির গাড়ি দেখে থামিয়ে বলে উঠোলো বিমল। "হ্যাঁ যাবো" "একটু নামিয়ে দেবেন? ৪০টাকা দেবো" বলে উঠল বিমল। "দাদা পুলিশ ধরলে কেস খাবো, অনেক রিস্ক নিয়ে যাচ্ছি। ষাট টাকা দেবেন দয়া করে।" উপায় নেই তাই রাজি হয়ে গেলো বিমল। দেরি হয়ে গেছে আজ গাড়ি পেতে! বাড়ি যখন ফিরলো দেখে অনামিকা খুব রেগে!!আজ সত্যিই অনেক দেরী হয়ে গেছে। বিমলকে পুরো ঘামের অবস্থায় দেখে আর নিজেকে সামলাতে পারল না অনামিকা। চিৎকার করে বলে উঠলো, "কোন মুখপুড়ির ঘরে মুখ চুন করে এলে শুনি" বিমল অবাক হয়ে বললো,"মানে?" অনামিকা বলে উঠলো,"আমি কি কিছুই বুঝিনা ভাবছ? এভাবে রোজ দেরী করে ফেরা অফিস থেকে, বাড়িতে টাকা কম দিচ্ছ, এভাবে ঘেমে নেয়ে রোজ অফিস থেকে ফেরো, ফেরার পরই ঘুমিয়ে পড়ো, আর উঠতে পারো না। অন্য ঘাটে যে জল খাচ্ছ সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে।" বিমল আকাশ থেকে পড়ল। ও যত বোঝানোর চেষ্টা করে অনামিকাকে যে এসব ও ভুল ভাবছে, সে শোনার পাত্রী নই। অবশেষে বিমলকে সত্যিটা বলতেই হলো। রোজ অফিস থেকে ফেরার সময় কোনোদিন সবজির গাড়ি,কোনোদিন মরার গাড়ি, এসবে চেপে অফিস থেকে ফেরে সে। তাতেও অনেক গাদাগাদি হয়, গাড়ি পেতে দেরী হয়, সেজন্য রোজ দেরী হয় তার বাড়ি ফিরতে। বাকিটা রইলো কমেন্ট সেকশনে... ছবি: আনন্দবাজার পত্রিকা
71 6
2 years ago
রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল মন শুধু সে ক্ষনের প্রতিক্ষায়, রাত্রির আঙিনায় যদি খোলা জানালায় একবার একবার যদি সে দাঁড়ায়। Artist: Suvrojit @svrojit . . #piprer _dol #artmagazine #dailysketches #artcollective #illustration #illustratenow #freelanceillustrator #illustrationartist #illustrationdigital #cartoondrawing #cartoonart #sketchdump #digitalpainting #digitaldrawing #digitalart #digitalillustration #digitaldrawing #artcurator #contemporaryart #digitalsketch #artofinstagram #digitalartist #digitalportrait #digitalartwork #creativegaga #artindia #digitaldesign #conceptdesign #characterdesign #digitaldoodle
72 0
3 years ago